ঐতিহাসিক এই ম্যাচটিকে ঘিরে দারুণ কিছু ব্যাপার আছে। দুঃখজনক হলেও সত্য এর একটি বাংলাদেশের নয়।
বিষয়টি নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত মাসাকাদজা। কেননা মিরপুর হোম অব ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা এই সিনিয়র জিম্বাবুইয়ান ঐতিহাসিক এই ম্যাচটিতেও দলের অংশ হিসেবে থাকছেন। ‘ঐতিহাসিক কিছুর অংশ হতে পেরে আমারও অসাধারণ লাগছে। প্রথম ম্যাচের অংশও আমি ছিলাম। এমন একটি মুহূর্তে অংশ হতে পারারটা দারুণ কিছু। ’
মঙ্গলবার (১৬ জানুয়ারি) শের-ই-বাংলার সম্মেলন কক্ষে সংবাদ মাধ্যমের সামনে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
মাসাকাদজা এসময় কথা বলেন বুধবার (১৭ জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি নিয়েও। বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেলেও এই ম্যাচে নিজেদের ভুল শুধরে চাইছেন ঘুরে দাঁড়াতে, ‘অবশ্যই একটি ভিন্ন প্রতিপক্ষ। টুর্নামেন্টের শুরুটা আমাদের ভালো হয়নি। ম্যাচটিতে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে খেলার চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম