ছবি:সংগৃহীত
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের দিনে দুঃসংবাদ শুনলো দক্ষিণ আফ্রিকা। মন্থর ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়লো স্বাগতিক প্রোটিয়ারা। সময়ের হিসেবে ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন ২ ওভার কম বল করেছে দক্ষিণ আফ্রিকা।
তাই আইসিসি আচরণবিধির ২.৫.১ ধারা অনুযায়ী আয়োজক দলটির বিরুদ্ধে জরিমানা ধার্য করেছে ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
যেখানে দ.আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে জরিমানা গুনতে হবে ম্যাচ ফি’র ৪০ শতাংশ।
আর দলের বাকি ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ অর্থ।
সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ১৩৫ রানের জিতে সিরিজ নিজেদের করে নেয় দ.আফ্রিকা। কেপটাউনে প্রথম টেস্টে ৭২ রানে হেরেছিল সফরকারী ভারত।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।