জনি বেয়ারস্টো ৬০, অ্যালেক্স হেলস ৫৭, অধিনায়ক মরগান ২১, জস বাটলারের ব্যাট থেকে আসে ৪২। জো রুট ৪৬ ও ক্রিস উকস ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭০ রান তোলে অজিরা। ১০৬ রান করেন ফিঞ্চ। ডেভিড ওয়ার্নার ৩৫ রানে বিদায় নেন। অধিনায়ক স্টিভেন স্মিথ ১৮, মিচেল মার্শ ৩৬, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ২৭ রানে রানআউটের ফাঁদে পড়েন। ১৫ রানে অপরাজিত থাকেন ক্যামেরন হোয়াইট।
ম্যাচ সেরা জো রুট ও আদিল রশিদ দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন ক্রিস উকস, লিয়াম প্লাঙ্কেট ও মঈন আলী।
সিডনিতে আগামী রোববার (২১ জানুয়ারি) পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে। সিরিজে টিকে থাকতে স্বাগতিকদের হার এড়ানোর বিকল্প নেই। দুই ম্যাচ হাতে রেখেই ট্রফিতে চোখ রাখছে টেস্ট সিরিজে ৪-০ তে (এক ম্যাচ ড্র) বিধ্বস্ত ইংল্যান্ড। মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম ওডিআইতে ৩০৪ রান করেও পাঁচ উইকেট হারের হতাশায় ডোবে স্মিথের দল।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
এমআরএম