ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষেও থাকছেন না ম্যাথুস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, জানুয়ারি ১৯, ২০১৮
জিম্বাবুয়ের বিপক্ষেও থাকছেন না ম্যাথুস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাত্রই কাফ স্ট্রেইনের ইনজুরি থেকে ফিরেছেন লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই অমানিশা কাটতে না কাটতেই গেল বুধবার (১৭জানুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে শুক্রবার (১৯) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা হয়নি তার।

সেই চোট এবার তাকে ছিটকে দিলো রোববার (২১ জানুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ থেকেও। ম্যাথুসের অনুপস্থিতিতে বাংলাদেশের কাছে উড়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা।

৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫৭ রানে গুটিয়ে গেছে লঙ্কানদের ইনিংস।

চোটের পরপরই ম্যাথুসকে নিয়ে ভাবনায় পড়ে যায় ৯৬’র বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। পাছে তিনি না আবার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।

তবে তার স্ক্যান সেই শঙ্কা দূর করে দিয়েছে। চোট অতটা গুরুতর নয়। ফলে আর মাত্র ১টি ম্যাচ তাকে ডাগআউটে বসে থাকতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচেও অধিনায়কত্ব করবেন দিনেশ চান্দিমাল।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
এইএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।