ডুমিনি অবশ্য বিশ্ব রেকর্ড গড়তে পারেননি। বিশ্ব রেকর্ডটি ২০১৩-১৪ মৌসুমে গড়েছিলেন জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা।
ডুমিনির রেকর্ডটি দ্বিতীয়স্থানে চলে এসেছে। যেখানে লিয়ের প্রথম চার বলেই ছক্কা হাঁকান এই ব্যাটিং অলরাউন্ডার। পঞ্চব বলে দুই রান নেন। ষষ্ঠ বলটি ‘নো’ দেওয়ায় ফায়দা লুটেন বাঁহাতি ডুমিনি। মারেন একটি চার। আর শেষ বলে ফের ছক্কা।
গিবসের রেকর্ডটি এই তালিকায় তৃতীয়। তিনি ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ফন বাঙ্গের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে ৩৬ করেছিলেন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অবশ্য এটিই সর্বোচ্চ রেকর্ড। এমনকি এক ওভারে ছয় ছক্কারও একমাত্র রেকর্ড এটি।
কেপ কোবরাসের হয়ে নাইটসের মুখোমুখি হয়েছিলেন ডুমিনি। পরে মাঠ ছেড়েছেন ৩৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে। আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৯ রানের স্কোর গড়েছিল নাইটস। জবাবে ৩৬তম ওভার শেষে ৮ উইকেট হাতে নিয়ে জয় থেকে ৩২ রানের দূরত্বে ছিল কোবরাস।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
এমএমএস