নিলাম পর্বে একমাত্র খেলোয়াড় হিসেবে নেপালকে প্রতিনিধিত্ব করেন উদীয়মান লেগস্পিনার সন্দ্বীপ লামিচ্যান। নেপালের অার কাউকে চূড়ান্ত তালিকায় রাখা হয়নি।
অাইপিএলে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সন্দ্বীপ। ১৭ বছর বয়সী তরুণের ভিত্তিমূল্য ২০ লাখ রুপি। ওই দামেই তাকে পেয়েছে দিল্লি। এবার একাদশে সুযোগ পেলে নিজের সামর্থ্যের জানান দিতে হবে তাকে। আফগানিস্তানের রশিদ খানের মতো আলো ছড়াতে পারবেন সন্দ্বীপ লামিচ্যান? সময়ই তা বলে দেবে!
গতবার সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে চমৎকার নৈপুণ্যে বিশ্ব ক্রিকেটের নজর কাড়েন ১৯ বছরের রশিদ। হয়ে ওঠেন ওয়ার্ল্ডক্লাস লেগস্পিন সেনসেশন। তাকে এবার ৯ কোটি রুপিতে ধরে রেখেছে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ।
‘ক্রিকইনফো’তে সন্দ্বীপের প্রোফাইল বলছে, এখনো প্রথম শ্রেণির লংগার ভার্সনের ক্রিকেট খেলেননি তিনি। ৯টি সীমিত ওভারের লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট নিয়েছেন ১২টি। গড় ২৮.২৫। ইকোনোমি ৪.৫৯। সেরা বোলিং ফিগার ৩/৪৮।
এপ্রিলের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের পর্দা উঠবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম