ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়ালো সফটরক প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
মাঠে গড়ালো সফটরক প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় আট দলের অংশগ্রহণে মাঠে গড়ালো দ্বিতীয় সফটরক প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০১৮।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে লীগের উদ্বোধনী ম্যাচে সেবা সংঘকে ৭ উইকেটে পরাজিত করে শুভ সূচনা করে গণমুখী সংঘ।

খেলায় সেবা সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের আশিকের বিধ্বংসী বলে ২৮ ওভার ৩ বলে মাত্র ৭৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।

আশিক চারটি উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান করে উদ্বোধনী ম্যাচে জয় ছিনিয়ে নেয় গণমুখী সংঘ।    

এর আগে সকালে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং সফটরক গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত দ্বিতীয় সফটরক প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের, প্রাইম ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার হেড অব ব্রাঞ্চ কে এম নাজমুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু, কাজী কামরুজ্জামান, ইকবাল কবির খান বাপ্পী, মির্জা মনিরুজ্জামান কাকন, মীর তাজুল ইসলাম রিপন, স ম সেলিম রেজা, হাফিজুর রহমান খান বিটু, রফিকুর রহমান লাল্টু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, সোনালী স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হবি প্রমুখ।

দ্বিতীয় সফটরক প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০১৮ এর পরবর্তী খেলায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টাউন স্পোর্টিং ক্লাব ও এরিয়ান্স ক্লাব মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।