ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চার বছর পর রাজ্জাকের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৩, ফেব্রুয়ারি ৮, ২০১৮
চার বছর পর রাজ্জাকের প্রত্যাবর্তন ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো আব্দুর রাজ্জাকের। মিরপুরে শ্রীলঙ্কার ‍বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। ৪ বছর পর সাদা পোশাকে প্রত্যাবর্তন হলো তার।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে অনেকটা হঠাৎ করেই স্কোয়াডে ডাক পান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা রাজ্জাক। ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের অনুপস্থিতিতে জোরালো সম্ভাবনা থাকা সত্ত্বেও একাদশে সুযোগ মেলেনি।

ঢাকা টেস্টেই সেই আক্ষেপ দূর হলো।

রাজ্জাক সবশেষ টেস্ট খেলেছেন চট্টগ্রামে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে লঙ্কানদের বিপক্ষেই। ওই বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজ তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি।

ক্যারিয়ারে খুব বেশি টেস্ট খেলতে পারেননি প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মালিক রাজ্জাক। ১২ টেস্টে উইকেট ২৩টি। রঙিন পোশাকে ১৫৩ ওয়ানডেতে তার নামের পাশে ২০৭টি উইকেট। টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ৪৪।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।