বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে তিনি পরামর্শ দিয়েছেন তাড়াহুড়ো না করে পরিস্থিতি অনুযায়ী সাকিবের পুনর্বাসন প্রক্রিয়ার রুটিন সাজাতে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে সাকিবকে দলে রাখা হলেও তার খেলা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
কনিষ্ঠ আঙ্গুলে দশটি সেলাই পড়েছে তাই পুরোপুরি সু্স্থ না হলে এবং ম্যাচ খেলতে আত্মশ্বাসী না হলে সাকিবকে খেলানোর পক্ষপাতি নন দেবশীষ চৌধুরী।
‘ও যখন কাল অনুশীলন ও পুনর্বাসন শুরু করবে তখন বুঝতে পারবো পাঁচদিনে ভালো হবে না সাতদিন লাগবে। নিজেকে দিয়েই চিন্তা করেন। ক্ষত হলে শুকানোর পরও দশটার মতো স্ট্রিচ। হাতটা বলের কাছে যাবে কেমন করে। সাকিবকে নিয়ে ভয় আছে। ওকে আত্মবিশ্বাসী হতে হবে। শুরু না হলেও হিলিং হয়েছে ক্ষত শুকিয়ে গেছে। আস্তে আস্তে ক্ষতর সঙ্গে মানিয়ে প্রোপ্রাম শেষ করবো। ’
২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান সাকিব। তখনই নিয়ে যাওয়া হয় রাজধানীর অ্যাপালো হাসপাতালে। ওই ম্যাচে আর ব্যাট হাতে নামা হয়নি সাকিবের। দুই ম্যাচের টেস্ট সিরিজ দেখেছেন মাঠের বাইরে বসেই।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এইচএল/এসএইচ