ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ে ফেরার ম্যাচে দ.আফ্রিকার জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
জয়ে ফেরার ম্যাচে দ.আফ্রিকার জরিমানা ছবি:সংগৃহীত

ঘরের মাঠে ভারতের কাছে কেমন দুর্বল মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে। ছয় ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই হার মানে।তবে চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পায় স্বাগতিক দলটি। কিন্তু শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি জিতলেও জরিমানা গুণতে হয়েছে প্রোটিয়াদের।

জোহার্নেসবার্গে চতুর্থ ম্যাচে স্লো ওভার রেটে শাস্তিতে পড়ে দ. আফ্রিকা। নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসের অনুপস্থিতিতে অধিনায়ক এইডেন মার্করাম নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করা থেকে এক ওভার পিছিয়ে ছিলেন।

যেখানে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, এসব অপরাধের শাস্তি দলের সব খেলোয়াড়দের ১০ ভাগ এবং অধিনায়কের তার দ্বিগুণ জরিমানা। ফলে মার্করামের ম্যাচ ফির ২০ ভাগ কেটে নেয়া হচ্ছে, বাকিদের ১০ ভাগ করে।

অবশ্য মার্করাম ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে প্রোটিয়ারা যদি আগামী ১২ মাসের মধ্যে আরেকবার এমন অপরাধ করে এবং মার্করাম অধিনায়ক থাকেন, তবে এক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।