ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের তুলনায় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সেটিই মুছে ফেলতে চাইছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি যে একটা চ্যালেঞ্জিং ফরমেট সে কথাও স্মরণ করিয়ে দেন, ‘টি-২০ আলাদা একটা ফরমেট। এটিকে টেস্ট-ওয়ানডের সঙ্গে মেলানো যাবে না। আমরা গত দু’বছরের পারফরম্যান্স দেখাতে পারিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সবাই মিলে তা দূর করতে চাই। ’
ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে নেতৃত্ব দেন। প্রথম টি-টোয়েন্টিতেও ক্যাপ্টেন্সি মাহমুদউল্লাহর কাঁধে। ব্যাপারটি খুব উপভোগই করছেন। দায়িত্ব পালন করতে চান সঠিকভাবে। মুখিয়ে আছেন মাঠের পারফরম্যান্সের জন্য। লক্ষ্য ট্রফিতে। তার কথায়, ‘টি-টোয়েন্টিতে কিছু ট্যাকটিক্যাল বিষয় রয়েছে। সেগুলো ধরতে পারা এবং নিজেদের স্কিল এক্সিকিউট করতে পারলে সিরিজ জয় সম্ভব হবে। ’
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৫টায়। তিনদিন পর একই সময়ে দ্বিতীয় ম্যাচ সিলেটে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম