আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল নতুন দল মুলতান সুলতান ও লাহোর। প্রথমে ব্যাট করে মুলতান নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে।
দলের হয়ে হিসেবি বোলিংয়ের পাশপাশি উইকেটও নিয়েছেন সর্বোচ্চ ২টি। তার বোলিং ফিগারটি ছিল ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২ উইকেট।
কিন্তু প্রতিপক্ষের জুনায়েদ খানের হ্যাটট্রিকে ম্লান হয়ে যায় মোস্তাফিজের দারুণ স্পেলটি। যেখানে লাহোর ১৭.২ ওভারে ১৩৬ করতেই সবকটি উইকেট হারিয়ে বসে। ৪৩ রানে জয়ী হয় মুলতান।
এর আগে পর পর কয়েকবার ইনজুরিতে পড়ে অস্ত্রপচার করতে হয়েছিল মোস্তাফিজের। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার দুর্দান্ত অভিষেকের বোলিংয়ে কিছুটা ধার হারিয়ে ফেরেন এই বাঁহাতি। তবে এ ম্যাচে তাকে সেই পুরোনো রূপেই দেখা গেল।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস