বলে গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ এলোমেলো করতে ব্যর্থ হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে ঘরের মাঠে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে রাখেননি।
জাতীয় দলে জায়গা হারিয়ে অগত্যা এই ডানহাতি পেসার আবাহনীর হয়ে অংশ নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে।
তাসকিন বলেন, ‘আসলে পেস আমার স্ট্রেংথ। সেই সাথে ভ্যারিয়েশন আর অ্যাকুরেসি। এমন না আমি ভালো করিনি। গত দুইটা সিরিজ হয়তো খারাপ গেছে। কিন্তু এর আগে নিজেকে প্রমাণ করেছি। হয়তো অ্যাকুরেসিতে ঝামেলা ছিল, ফিটনেসে ঘাটতি ছিল। সামনে ঠিক হয়ে যাবে। সামনে আরও বেটার শেপে নিজেকে আনার জন্য প্রস্তুতি নিচ্ছি। ’
বিশেষায়িত এই ক্যাম্পে মূলত শিষ্যদের নিখুঁত বোলিং নিয়ে কাজ করছেন ওয়ালশ। বাতলে দিচ্ছেন কি করে নিখুঁত বল করতে হবে। ইয়র্কার, স্লোয়ার, লেংথ বল ও ওয়াইড ইয়র্কারই বা কী করে দিতে হবে। এই বিষয়গুলোই লাল-সবুজের পেস বোলারদের আগামীর সিরিজগুলোতে আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হতে সাহায্য করবে বিশ্বাস করেন তাসকিনের।
তিনি আরও বলেন, ‘ফাস্ট বোলারদের নিয়ে এই ক্যাম্পটা খুব ভালো হচ্ছে। কোর্টনি ওয়ালশ প্রতিটা বল আমাদের মার্ক আউট করছেন, বলটা জায়গা মতো হচ্ছে কি না। এখানে অ্যাকুরেসি ও ভ্যারিয়েশন নিয়ে অনেক কাজ করা হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে, আজকে সবার পারসেন্টেজ বেটার। আশা করি, এটা সামনের সিরিজে অনেক সাহায্য করবে। ’
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমএমএস