দুবাইয়ে আগে ব্যাট করা পেশোয়ার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। যেখানে কামরান আকমলের সঙ্গে দুর্দান্তই করেন তামিম ইকবাল।
৩২ বলে ৭টি চার ও ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৩ করেন কামরান। আর সমান ৩০ রান করে করেন ডোয়েন স্মিথ ও মোহাম্মদ হাফিজ (অপ)। ইসলামাবাদের হয়ে ফাহিম আশরাফ দুটি উইকেট নেন।
১৭৭ রানে লক্ষ্যে খেলতে নেমে খেই হারিয়ে ফেলে ইসলামাবাদ। উমাইদ আসিফ ও ইবতিসাম শেখের বলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শেষ দিকে অলরাউন্ডার ফাহিম আশরাফের ৫৪ রানের কল্যাণে শুধু ব্যবধানই কমাতে পারে ইসলামাবাদ। ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে তারা।
ম্যাচ সেরা উমাইদ চার ওভারে ২৩ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪টি উইকটে পান। আর চার ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন ইবতিসাম।
এদিকে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখলো বাংলাদেশি আরেক তারকা মোস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্ডার্স। লাহোর ৯ উইকেটে ১১৯ করলে জবাবে ১৪ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১২০ করে জয় নিয়ে মাঠ ছাড়ে কুয়েত্তা গ্ল্যাডিয়েটর্স। তবে দুই ওভার বল করে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি মোস্তাফিজ।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস