ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টোকসের প্রত্যাবর্তনের ম্যাচ হারলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
স্টোকসের প্রত্যাবর্তনের ম্যাচ হারলো ইংল্যান্ড ছবি: সংগৃহীত

লম্বা বিরতির পর ইংল্যান্ড দলে বেন স্টোকসের প্রত্যাবর্তন সুখকর হলো না। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ ওভারে হার মানে সফরকারীরা।

২৮৫ রানের লক্ষ্যটা ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে টপকে যায় স্বাগতিক শিবির। ২৭ বলে ৪৫ রানের মূল্যবার ইনিংস খেলে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার।

রস টেইলরের সেঞ্চুরি (১১৩) পূর্ণতা পায় দলের জয়ে। টম ল্যাথামের ব্যাট থেকে আসে ৭৯।

ব্যাট হাতে ব্যর্থ তারকা অলরাউন্ডার স্টোকস বোলিংয়ে দু’টি উইকেট লাভ করেন। আরেক দুই উইকেটশিকারি ক্রিস উকস শেষ ওভারে এসে প্রথম তিন বলেই ১১ রান দেন। অপর তিন উইকেট নেন ডেভিড উইলি, টম কুরান ও আদিল রশিদ।

ছবি: সংগৃহীতএর আগে টসে হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে স্কোরবোর্ডে ৮ উইকেটে ২৮৪ রান তোলে ইংলিশরা। ওপেনার জেসন রয় ৪৯ রান করেন। জো রুট ৭১, জস বাটলার ৭৯ (রানআউট), মঈন আলী ২৮ রানে বিদায় নেন। ১২ রানে সাজঘরের পথ ধরেন গত বছরের সেপ্টেম্বরে ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনার পর থেকে আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা স্টোকস।

দু’টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, স্যান্টনার ও ইশ সোধি। অন্যটি কলিন মুনরোর।

ছবি: সংগৃহীতবুধবার (২৮ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গুনাউয়ের বে ওভালে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাকি তিন ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩, ৭, ১০ মার্চ। ওয়ানডের পর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ (২২ ও ৩০ মার্চ থেকে শুরু)।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।