ছবি: সংগৃহীত
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকে মাঠ ছাড়লো দক্ষিণ আফ্রিকা। আলোক স্বল্পতার কারণে খেলা হয় ৭৬ ওভার। এ সময় ৫ উইকেট হারিয়ে ২২৫ রান করতে পারে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া।
ডারবানে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১৫ রানে ওপেনার ক্যামেরুন ব্যানক্রফ্টকে হারায় দলটি।
এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার (৫১) অধিনায়ক স্টিভেন স্মিথ (৫৬) হাফসেঞ্চুরি তুলে নেন। কিন্তু ভারনন ফিল্যান্ডার ও কেশব মাহারাজের তোপে বেশিক্ষণ টিকতে পারেননি তারাও।
শন মার্শ ব্যক্তিগত ৪০ রানে বিদায় নেন। দিন শেষে মিচেল মার্শ ৩২ ও টিম পেইন ২১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। প্রোটিয়া বোলারদের মধ্যে ফিল্যান্ডার ও মাহারাজ ২টি করে উইকেট পান। কাগিসো রাবাদা তুলে নেন একটি উইকেট।
বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।