সেঞ্চুরি হাঁকিয়ে ১২৯ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন লিটন দাস। অর্ধশতক হাঁকান ফরহাদ হোসেন (৫২)।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহ দাঁড় করায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলপতি শামসুর রহমান ৭৫ ও রকিবুল হাসানের ব্যাট থেকে আসে ৭২। সাত নম্বরে নেমে ভারতের বিপুল শর্মা ৩১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। রানআউটের শিকার ওপেনার জনি তালুকদার ৩৭ রানে বিদায় নেন।
তিনটি উইকেট লাভ করেন ফরহাদ রেজা। মামুন হোসেন দু’টি, আরাফাত সানি ও মোহাম্মদ আরাফাত নেন একটি করে। জনি ছাড়াও রানআউট হন মোহাম্মদ এনামুল হক (২) ও তাইজুল ইসলাম (২)।
সাত ম্যাচে ৪ জয়, ২ হার ও টাই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দোলেশ্বরের সংগ্রহ ৯। অবস্থান দ্বিতীয়। টানা ছয় ম্যাচ জয়ের পর হারের স্বাদ পাওয়া মাশরাফি-নাসিরের আবাহনী (১২) শীর্ষেই। ৭ পয়েন্ট (৩ জয়, ৩ হার, ১ টাই) নিয়ে ১২ দলের মধ্যে সাত নম্বরে মোহামেডান।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ২ মার্চ, ২০১৮
এমআরএম