টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। প্রথম ওভারেই রোহিত শর্মাকে (০) মেন্ডিসের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান পেসার দুশমান্থা চামিরা।
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির জায়গায় নেতৃত্বভার রোহিত শর্মার কাঁধে। মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখে কলম্বোতে চ্যালেঞ্জ জয়ে চোখ রাখছে টিম ইন্ডিয়া।
কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ছাড়াও এই সিরিজটিতে খেলছেন না অলরাউন্ডার হার্দিক পাণ্ডে, দুই তারকা পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। লঙ্কান শিবিরে ইনজুরির কারণে নেই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস।
দু’দিন পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের বিপক্ষে লড়বে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুশল পেরেরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দুশমান্থা চামিরা, নুয়ান প্রদীপ।
ভারতীয় একাদশ: রোহিম শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রিশভ প্যান্ট, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ৬ মার্চ, ২০১৮
এমআরএম