গত রোববার (৪ মার্চ) করাচি কিংসকে প্রথম হারের স্বাদ দিয়ে ইসলামাবাদের আট উইকেটের দাপুটে জয়ের ম্যাচে ডান পায়ে চোট পান রাসেল। বোলিং না করা ক্যারিবীয় অলরাউন্ডারের পরে ব্যাট করার প্রয়োজন পড়েনি।
গত জানুয়ারিতে ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এটিই রাসেলের প্রথম টুর্নামেন্ট। ইনজুরির থাবায় পিএসএলে এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে। পাঁচ ম্যাচ শেষে তিন জয় ও দু’টিতে হেরেছে ইসলামাবাদ। সামনের ম্যাচগুলোতে রাসেলকে ছাড়াই নামতে হবে।
এপ্রিলে আইপিএল সামনে রেখে আন্দ্রে রাসেলের ইনজুরি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেক বিগ হিটার ক্রিস লিনের ফিটনেসও কেকেআরের মাথাব্যথার কারণ। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের ফাইনালে ইনজুরি আক্রান্ত হন লিন।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ৭ মার্চ, ২০১৮
এমআরএম