একাই চারটি উইকেট শিকার করেন তরুণ ডানহাতি পেসার ইয়াসিন আরাফাত। একে একে সাজঘরে পাঠান সাইফ হাসান (১), নাজমুল হোসেন শান্ত (০), অধিনায়ক নাসির হোসেন (০) ও মোসাদ্দেক হোসেন সৈকতকে (০)।
বুধবার (১৪ মার্চ) দশম রাউন্ডের ম্যাচে টস জিতে নাসির-মাশরাফির আবাহনীকে ব্যাটিংয়ে পাঠান গাজী দলপতি জহরুল ইসলাম। তৃতীয় ওভারে সাইফকে নাঈম হাসানের ক্যাচবন্দি করে প্রথম ব্রেকথ্রু আনেন ১৯ বছর বয়সী ইয়াসিন। পঞ্চম ওভারে মোসাদ্দেককে দিয়ে পাঁচ উইকেটের পতন ঘটে।
ইতোমধ্যেই ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের সুপার লিগ রাউন্ড (সুপার সিক্স) নিশ্চিত করেছে আবাহনী। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে অবস্থান শীর্ষে। ১২ দলের পয়েন্ট টেবিলে দশম স্থানে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার সিক্সের লড়াইয়ে তাদের জয়ের বিকল্প নেই। রাউন্ড রবিন পর্বে আর দু’টি করে ম্যাচ বাকি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবাহনীর সংগ্রহ ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৭১। সবশেষ ১৪তম ওভারে বোল্ড হয়ে টিপুর দ্বিতীয় শিকারে পরিণত হন মোহাম্মদ মিঠুন (৪০)। ক্রিজে আছেন ভারতের মানান শর্মা ও মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এমআরএম