কেননা গেল মৌসুমে তিনি ও মুশফিকুর রহিম যখন লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলছিলেন তখন উদারতাবশত মুশফিকের কাঁধে তিনিই নেতৃত্ব ভার তুল দিয়েছেলেন।
এবারও হয়তো তার ব্যতিক্রম দেখা যায়নি।
‘আমি সবকিছুই করছি। তারপরও যা-ই করি না কেন মাশরাফি ভাইয়ের সাথে কথা বলে করছি। তিনি হয়তো বা মাঠে ওরকম কথা বলেন না, কিন্তু যখন যেটা বলেন সেটাই নিচ্ছি। ’
শনিবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জয়ের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি একথা বলেন।
নাসির এ সময় কথা বলেন টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য নিয়েও। যেখানে চ্যাম্পিয়নের বিকল্প কিছুই ভাবতে চাইছে না, অদম্য এই দলটি। ‘সবচেয়ে বড় কথা আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছি। চ্যাম্পিয়নের বিকল্প কিছুই দেখছি না। সুপার লিগের প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তো আল্লাহর রহমতে সেটা জিততে পেরেছি। তো এখন চেষ্টা করবো এই মোমেন্টামটা সামনে নিয়ে যাওয়ার জন্য। ’
ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে প্রতিটি দল মোট ৫ টি করে ম্যাচ খেলবে।
নাসিরের কথায় বিষয়টি পরিষ্কার যে বাকি চার ম্যাচেও তারা জয়ের লক্ষ্যেই মাঠে
নামবে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস