খেলা দুটি অনুষ্ঠিত হয় ইউল্যাবের মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মধ্যকার খেলায় টসে জিতে ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
বি ইউ এর জহিরুল ইসলাম ৬৬ বলে ১১০ রান করে ম্যাচ সেরা হন। ইউল্যাবের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আরিফা গনি রহমান তাকে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে প্রাইম ইউনিভার্সিটি বনাম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মধ্যকার খেলায় প্রাইম ইউনিভার্সিটি ৬০ রানে জয়লাভ করে। টসে জিতে প্রাইম ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১০ ইউকেট হারিয়ে ১৯.৪ ওভারে প্রাইমের সংগ্রহ ১২১ । জবাবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ১৫.২ ওভারে থমকে যায়। তারা ১৫.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করে টুর্নামেন্ট থেকে ছিটকে পরে।
প্রাইম ইউনিভার্সিটি পক্ষে ইমরান রাফি ৪৪ বলে ৫১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন। ইউল্যাবের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির মামুন তাকে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন।
মঙ্গলবার (২৭ ই মার্চ) সেমিফাইনালে সকাল সাড়ে নয়টায় প্রথম ম্যাচে ইউল্যাব এর মুখোমুখি হবে ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং দুপুর একটা তিরিশ মিনিটে প্রাইম ইউনিভার্সিটি এর মুখোমুখি হবে বাংলাদেশ ইউনিভার্সিটি।
এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করছে ১২ টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অববাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
সেমিফাইনালে বিজয়ী দুই দল ২৯ মার্চ ফাইনাল ম্যাচটি খেলবে। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা এবংরেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ আর রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এমএমএস