একদিন বাকি থাকতেই খেলার নিষ্পত্তি ঘটে। বলের আকৃতি পরিবর্তনের অপরাধে অস্ট্রেলিয়া টিমের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।
৪৩০ রানের টার্গেটে নেমে মাত্র ১০৭ রানে (৩৯.৪ ওভার) গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। ফিল্ডিংয়ের সময় সরাসরি বল টেম্পারিং করা ওপেনার ক্যামেরন ব্যানক্রফ্ট ২৬ রান করে আউট হন। ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ ৩২ রান করেন। মিচেল মার্শের ১৬ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ৭ রানে বিদায় নেন স্মিথ।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট (৪ ও ৫টি) শিকারি মরনে মরকেল।
এর আগে প্রথম ইনিংস প্রোটিয়াদের ৩১১ রানের জবাবে ২৫৫ রানে অলআউট হয় অজিরা। দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রানের পুঁজিতে বড় টার্গেট ছুঁড়ে দেয় স্বাগতিক শিবির।
জোহানেসবার্গে আগামী শুক্রবার (৩০ মার্চ) সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে। স্মিথবিহীন বিপর্যস্ত অজিদের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৮
এমআরএম