কেননা তাদের দল মোহামেডান ও প্রাইম ব্যাংক রাউন্ড রবিন লিগের শেষ ৬-এ না ওঠায় তাদের খেলা হচ্ছে না।
এমতাবস্থায় তাদের নিয়ে ম্যাচ আয়োজনের কথা ভাবছিলো বিসিবি।
যা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেল ৫টায়। সাকিব নেতৃত্ব দেবেন বিসিবি লাল দলকে। আর রিয়াদের নেতৃত্ব বিসিবি সবুজ দল।
বিসিবি লাল দল: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনিক, মোহাম্মদ আজিম, রাইয়ান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন।
বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি মারুফ, আল-আমিন, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, দেলওয়ার হোসেন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস