ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্মিথ-ওয়ার্নারের দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে সুজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
স্মিথ-ওয়ার্নারের দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে সুজন .

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও তার সহকারি ডেভিড ওয়ার্নার। আর ক্যামেরুন বেনক্রফ্টের নিষেধাজ্ঞা ৯ মাস। নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে বল বিকৃতির জন্য এমন শাস্তি আগে কেউই দেখেনি।

তাই শাস্তির কথা ঘোষণার পর অনেকেই হয়তো স্মিথ, ওয়ার্নারদের দুঃখে দুঃখিত হয়েছেন, ব্যথিতও হয়েছেন কেউ।

কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেয়া এমন দৃষ্টান্তমূলক শাস্তি ভীষণ মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের।

তিনি মনে করেন, বেআইনি এই কাজটির জন্য এমন শাস্তি বিশ্ব ক্রিকেটের জন্য প্রয়োজন আছে।

‘বল টেম্পারিং বেআইনি। আমি মনে করি কখনও কখনও এমন শাস্তি বিশ্ব ক্রিকেটের জন্য প্রয়োজনও আছে। আপনি একটা দলকে চিটিং করে হারিয়ে দেবেন এটা ঠিক না। বিশ্ব ক্রিকেটে এটা নতুন কোনো ঘটনা সেটাও না। আমি মনে করি না ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো অন্যায় করেছে। ’

বৃহস্পতিবার (২৯ মার্চ) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি প্রাঙ্গনে বল টেম্পারিং ইস্যুটি নিয়ে এসব কথাই তুলে ধরেন সুজন।

অস্ট্রেলিয়ার মতো দাপুটে ও দায়িত্বশীল একটি দল যখন বল টেম্পারিং করে সেটা লজ্জার বলে অভিহিত করেন সুজন, ‘তাদের মতো রেসপন্সিবল ক্রিকেট টিম, যারা বিশ্ব ক্রিকেটকে ডমিনেট করে তারা যখন এমন কিছু করবে তখন সেটা চোখে পড়ার মতো এবং লজ্জার ব্যাপার। এটা (নিষেধাজ্ঞার শাস্তি) সবার জন্যই একটা উপযুক্ত শিক্ষা। এতে করে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারই এই কাজ করার সাহস করবে না। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।