দীর্ঘ ৯ বছর পর করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক সিরিজটি ৩-০ তে জিতে স্মরণীয় করে রাখলো পাকিস্তান। লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘ সময় ধরে নির্বাসনে ছিল এই ভেন্যুটি।
ধবলধোলাই এড়ানোর ম্যাচে স্কোরবোর্ডে মাত্র ৬ উইকেটে ১৫৩ রান তোলে ক্যারিবীয়রা। ওপেনার আন্দ্রে ফ্লেচার ৫২ (রানআউট), মারলন স্যামুয়েলস ৩১ ও অপরাজিত দিনেশ রামদিনের ব্যাট থেকে আসে ৪২। শাদাব খান দু’টি উইকেট নেন। একটি করে পান মোহাম্মদ নওয়াজ, উসমান খান ও ফাহিম আশরাফ। অভিষিক্ত উদীয়মান বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি চার ওভারে ২৭ রান খরচায় উইকেটশূন্য থাকেন।
সহজ লক্ষ্যটা ১৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় আগের দুই ম্যাচেই দুইশ’ ছাড়ানো স্কোর গড়া স্বাগতিক শিবির। দুই ওপেনার ফখর জামান ৪০ ও বাবর আজম ৫১ রান করেন। হুসাইন তালাত ৩১ ও আসিফ আলী ২৫ রানে অপরাজিত থাকেন। উইকেট দু’টি নেন রায়াদ এমরিত ও ওডিন স্মিথ।
ম্যাচসেরা ফখর জামান ও সিরিজ সেরার পুরস্কার জেতেন সিরিজের সর্বোচ্চ রানস্কোরার বাবর আজম (তিন ম্যাচে ১৬৫, সর্বোচ্চ ৯৭ অপরাজিত)।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৮
এমআরএম