ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল স্থগিতে হাইকোর্টে ভারতীয় পুলিশের আবেদন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
আইপিএল স্থগিতে হাইকোর্টে ভারতীয় পুলিশের আবেদন ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ ফিক্সিং ও বাজিকরদের দৌরাত্ম এখনও কমেনি! আর এসব সমস্যা দূর করতে না পারায় দু’দিন পরে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি এই লিগটি স্থগিতের জন্য ভারতের শহর মাদ্রাজের হাইকোর্টে আবেদন জানিয়েছেন এক পুলিশ অফিসার।

জনস্বার্থ মামলা হিসেবে দেখা আইপিএস অফিসার সম্পথকুমারের আবেদনটি প্রধান বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারক এ সেলভামের অধীনে শুনানি হবে।

আইপিএলে অংশগ্রহন করা আটটি দলকেই বিবাদী হিসেবে দেখানো হয়েছে।

যেখানে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং মামলায় সম্পথকুমার কাজ করেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ আইপিএলের অনৈতিক ব্যাপারগুলো এখনো দেখার কেউ নেই, এতে লোধা কমিশন তাদের প্রতিবেদনে যাই বলুক না কেন। আর বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ইউনিটের পারফরম্যান্স পরীক্ষা করতে পারে এমন কোনো নিজস্ব পদ্ধতিতে নেই। এখানে ক্রিকেটারদের আয়ের ব্যাপারে কোনো কোনো সঠিক তথ্য নেই। বাজিকরদেরও কোনো তথ্য নেই বোর্ডের কাছে। ’

সম্পথকুমারের দাবি দুর্নীতি প্রতিরোধক কোনো পদ্ধতি না বের করা পর্যন্ত এ টুর্নামেন্টের ওপর যেন স্থগিতাদেশ থাকে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।