আবাহনীর ম্যাচে কী হবে না হবে সেটা পরের আলোচনা। কিন্তু নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেনি শিরোপা
প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভাল করতে পারেনি নুরুল হাসান সোহান ও তার দল। দলীয় ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে চলে যায় ব্যাকফুটে।
সেখান থেকে দলকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিলেন নুরুল হাসান সোহান ও সোহাগ গাজী। তাদের দুজনের দৃঢ় ব্যাটিংয়ে সেই লক্ষ্যে দলটি বেশ ভালই এগিয়ে যাচ্ছিলো। কিন্তু আৎকা ২৭.২ ওভারে অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যক্তিগত ৪৭ রানে আশোক মেনারিয়ার বলে তানভির ইসলামের হাতে ক্যাচ তুলে কক্ষপথ থেকে বিচ্যুত হয়, সারোয়ার ইমরানের শিষ্যরা।
এরপর সোহাগ গাজীর ২৭ ও আল ইমরানের ২৫ রানে ১৬০ রানের পুঁজি পায় শেখ জামাল।
খেলাঘরের হয়ে বল হাতে রবিউল ইসলাম রবি, মেনারিয়া, মোহাম্মদ সাদ্দাম ২টি করে এবং মাসুম খান, আব্দুল হালিম ও তানভির ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস