একাই ৬ উইকেট নিয়ে মধ্যাঞ্চলকে ৩০২ রানে বেঁধে রাখেন বাঁহাতি তারকা রাজ্জাক। ফলে দারুণ সম্ভাবনা জাগলেও প্রথম ইনিংসে ১১১ রানের বেশি লিড নিতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে মধ্যাঞ্চল।
৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন দক্ষিণাঞ্চলের ওপেনার এনামুল হক বিজয়। আর ১০ রানে অপরাজিত আছেন ইমরুল কায়েস। ফজলে মাহমুদকে ব্যক্তিগত ৯ রানে ফেরান তানভির হায়দার।
এর আগে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মধ্যাঞ্চলের ওপেনার সাদমান। ১৭৬ বলে ১২টি চারে ৯৩ করে রাজ্জাকের শিকার হন তিনি। দলের হয়ে শেষ দিকে ইরফান শুক্কুর ৫৪ রানে ইনিংস খেলেন।
৩১ ওভার বল করে ৫টি মেডেন ও ১০৬ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেন কিছুদিন আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারি রাজ্জাক। চার দিনের এই ফরম্যাটে এ নিয়ে ৩২বার পাঁচ উইকেট শিকার করলেন। নায়েম হাসান নিয়েছে ৩ উইকেট।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৮
এমএমএস