বিপিএলের এবারের আসর নাকি বসছে অক্টোবরের প্রথম সপ্তাহেই। সম্ভব হলে ১ অক্টোবর থেকেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জাকজমকপূর্ণ এই টুর্নামেন্টের কথা ভাবছে বিসিবি।
বুধবার বিসিবির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য দিলেন সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, 'বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে একটা প্রোপ্রোজাল এসছিল। সেটা সবাই সম্মতি দিয়েছে। আমরা ফাস্ট উইক অব অক্টোবর থেকে মিড অব নভেম্বর পর্যন্ত ডেট ফাইনাল করেছি। ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেট ছিল। আমরা চেষ্টা করবো ১ তারিখ থেকে শুরু করা যায় কিনা। '
এদিকে এবারের বিপিএলে প্রতি দল গেলবারের মতো চারজন দেশি অথবা বিদেশি প্লেয়ার ধরে রাখতে পারবে এবং গেলবারের নিয়ম বদলে প্রতিদলের সেরা একাদশে সর্বোচ্চ চার বিদেশি খেলানো যাবে বলেও জানান এই বিসিবি সভাপতি।
'চারজন রিটেইন করতে পারে। ফরেন বা লোকাল। ফ্রাঞ্চাইজি চারজন লোকাল কিংবা চারজন বিদেশি ক্রিকেটার রিটেইন করতে পারে। কম্বিনেশনেও করতে পারবে। ৫ জন ফরেন ক্রিকেটার খেলেছিল শেষ বিপিএল। এবার চারজন খেলবে। ম্যাক্সিমাম চারজন। '
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৮
এইচএল/এমএমএস