সেন্ট্রাল জোনের বিপক্ষে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ১০৭ বলে ১০২ রানের দায়িত্বশীল এক ইনিংস খেললেন সাউথ জোনের মোসাদ্দেক হোসেন সৈকত। কাঁধের চোট তোয়াক্কা না করে উল্টো সেন্ট্রাল জোনের বোলারদের উপর ‘চড়ে’ তুলে নিলেন শতক।
প্রথম ইনিংসে সাউথ জোনের সংগ্রহ ছিলো ১৯১ রান। ওই ইনিংসে মোসাদ্দেক অপরাজিত থাকেন ২১ রানে। জবাবে সেন্ট্রাল জোন তোলে ৩০২ রান।
১১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেকের সেঞ্চুরিতে ৮ উইকেটের বিনিময়ে ৪৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নুরুল হাসান সোহানের শিবির।
৩৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহর দল ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহের পর ম্যাচটি ড্র হয়।
দলের হয়ে আব্দুল মজিদ ৬০ রানে অপরাজিত থাকেন। আর সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৪৩ রান।
প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া সাউথ জোন বোলার আব্দুর রাজ্জাক দ্বিতীয় ইনিংসে নিয়েছেন তিন উইকেট। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এইচএল/জেডএস