ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ খেলতে ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল বাংলাদেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
ম্যাচ খেলতে ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল বাংলাদেশে ২৩ সদস্যের ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল। ছবি: বাংলানিউজ

বেনাপোল(যশোর): প্রীতি ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৩ সদস্যের ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল বাংলাদেশে এসেছে।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পেট্রাপোল ও বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে ২৩ সদস্যের প্রতিনিধি একটি দল এপারে আসে।  

দলের ম্যানেজার রয়েছেন এস ককে গুপ্তা।

কোর্চ হিসেবে আছেন ইয়োগেষ সিন্দি।

জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে দলের ম্যানেজার এস ককে গুপ্তা বাংলানিউজকে বলেন,  বাংলাদেশি প্রতিবন্ধী ক্রিকেট দলের আমন্ত্রণে তারা এসেছেন। সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। ২২,২৩,২৪ এপ্রিল তিনটি ম্যাচ ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে এ পথেই তারা ফিরবেন বলেও জানান তিনি।

এ ধরনের সোহার্দ্যপূর্ণ ম্যাচ দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক্যকে আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।