মঙ্গলবার (২৪ এপ্রিল) আইপিএলের চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইর্জাস হায়দরাবাদের হয়ে এমন রের্কড গড়েন বিশ্বসেরা এ অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে এ কীর্তি গড়েন তিনি।
জাতীয় দলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ২৬০ ম্যাচে এই রের্কড গড়লেন সাকিব।
এ তালিকায় ৪১৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন ওয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ৩৮০ ম্যাচে তিনি এই কীর্তি গড়েন।
পরের তালিকাগুলোতে আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৩৪৮), ক্যারিবিয়ান সুনীল নারাইন (৩২৫) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩০০)।
এক দিক থেকে সাকিব অবশ্য সবার থেকে উপরে রয়েছেন। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমএমএস/এমএ