অস্ট্রেলিয়ার করপোরেট জগতের প্রভাবশালী ব্যক্তি এভরি বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় পদত্যাগ করেন। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী অজিদের নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর বোর্ডের মেম্বারের পদ থেকে সরে দাঁড়ান এভরি।
অস্ট্রেলীয় ক্রিকেটে যে অস্থিরতা চলছে তারই পরিপ্রেক্ষিতে বোর্ডের সাথে মতের অমিল দেখা দেয় এভরির। ধারণা করা হচ্ছে, স্মিথদের বিরুদ্ধে যে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরোধী ছিলেন এভরি। তার বিদায়বেলায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি তাকে শুভকামনা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছেন।
স্মিথের শাস্তি নিয়ে বোর্ডের মধ্যে মতভেদ ছিল শুরু থেকেই। কঠিন শাস্তির বিপক্ষে ছিলেন এভরি। তার ঘনিষ্ট বন্ধু ও বোর্ডের আরেক সদস্য, সাবেক অধিনায়ক মার্ক টেইলরও স্মিথের পক্ষে দাঁড়িয়েছেন। তার মতে, এখনও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য স্মিথ।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এমএইচএম/এমজেএফ