ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার ইংলিশ ক্রিকেটারকে আইপিএল ছাড়ার নির্দেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, মে ৮, ২০১৮
চার ইংলিশ ক্রিকেটারকে আইপিএল ছাড়ার নির্দেশ বেন স্টোকস-ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এটি নিঃসন্দেহে খারাপ খবর। আইপিএলের মাঝ পথেই দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চার ইংলিশ ক্রিকেটারকে।

একাদশ আইপিএল চলাকালেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তারিখ নির্ধারিত হয়েছে।  

সে জন্যই আইপিএলের বিভিন্ন দলে খেলা চার ক্রিকেটারকে জরুরী ভিত্তিতে দেশে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ২৪ মে থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে যোগ দিতেই ১৭ মে'র ওই চার ক্রিকেটারকে দেশে চলে যেতে বলা হয়েছে। এই চার ক্রিকেটার হলেন, ক্রিস ওকস, বেন স্টোকস, মঈন আলী ও মার্ক উড।

তবে এই চারজনের মধ্যে কেবলমাত্র বেন স্টোকসই রাজস্থান রয়েলসের হয়ে নিয়মিত মাঠে নামছেন। বাকীদের মধ্যে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে কেবলমাত্র এক ম্যাচ করে মাঠে নামার সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ওকস ও মঈন আলী। এছাড়া পেসার মার্ক উড চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচে মাঠে নেমেছেন।

বাংলাদেশ সময়ঃ ১৩১২, ০৮ মে, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।