পোচেফস্ট্রুমে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৬ রানের বড় হারেই যেন সকল আশা ভরসা খুঁইয়ে বসেছে লাল-সবুজের নারী ক্রিকেট দল। বলা বাহুল্য বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে এটিই সবচাইতে বড় ব্যবধানে হার।
একই ভেন্যুতে ওয়ানডেতে হারের ব্যবধানটি ছিল আরও লজ্জার। ৯ উইকেটে! বড় হারের বিবেচনায় এটিও একটি বাজে রেকর্ড। আন্তর্জাতিক নারী ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোরের বড় দু’টি লজ্জা’র অতীত অভিজ্ঞতা আছে। সে দুটোও এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।
২০১২ সালে ৬০ এবং তার পরের বছর অর্থাৎ ২০১৭ সালে ৬৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৮৯ রানে অলআউট হয়ে জন্ম দিয়েছে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহের রেকর্ডের।
বুধবার (৮ মে) কিম্বার্লিতে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে শঙ্কাটি তাই থেকেই যাচ্ছে, আরেকটি লজ্জার হারের রেকর্ড হবে না তো!
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এইচএল/এমএমএস