ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লজ্জার হারের পুনরাবৃত্তি হবে না তো?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ৮, ২০১৮
লজ্জার হারের পুনরাবৃত্তি হবে না তো? ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে গা গরমের ম্যাচের সেই দুর্দান্ত বাংলাদেশ নারী দলকে মূল পর্বের লড়াইয়ে ঠিক যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। রুমানা, ফারজানার সেঞ্চুরির দিন ফাহিমা দ. আফ্রিকা একাদশের ৮ উইকেট নিয়ে যে লড়াইয়ের পূর্বাভাস দিয়েছিলেন তা আর সত্যি হলো কোথায়?

পোচেফস্ট্রুমে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৬ রানের বড় হারেই যেন সকল আশা ভরসা খুঁইয়ে বসেছে লাল-সবুজের নারী ক্রিকেট দল। বলা বাহুল্য বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে এটিই সবচাইতে বড় ব্যবধানে হার।

ওয়ানডেতে রানের দিক থেকে বাংলাদেশের মেয়েদের আগের সবচেয়ে বড় হার ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। ২০১৩ সালে জোহানেসবার্গে ৯৫ রানে।

একই ভেন্যুতে ওয়ানডেতে হারের ব্যবধানটি ছিল আরও লজ্জার। ৯ উইকেটে! বড় হারের বিবেচনায় এটিও একটি বাজে রেকর্ড। আন্তর্জাতিক নারী ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোরের বড় দু’টি লজ্জা’র অতীত অভিজ্ঞতা আছে। সে দুটোও এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।

২০১২ সালে ৬০ এবং তার পরের বছর অর্থাৎ ২০১৭ সালে ৬৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৮৯ রানে অলআউট হয়ে জন্ম দিয়েছে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহের রেকর্ডের।

বুধবার (৮ মে) কিম্বার্লিতে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে শঙ্কাটি তাই থেকেই যাচ্ছে, আরেকটি লজ্জার হারের রেকর্ড হবে না তো!

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।