ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেতন বাড়ছে সালমা-রুমানাদের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
বেতন বাড়ছে সালমা-রুমানাদের! বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপ জয়ের পর থেকেই আলোচনায় ছিলো বাংলাদেশ নারী দলের বেতন বৃদ্ধির বিষয়টি। অবশেষে নারী দলের বেতন বৃদ্ধি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৩ জুন) বিসিবির ওয়ার্কিং কমিটির এক বৈঠকে নারী দলের জন্য একাধিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনার মধ্যে তাদের বেতন বৃদ্ধি ছিলো অন্যতম।

মোট চার ক্যাটাগরিতে বাড়ানো হবে সালমা-রুমানাদের বেতন।

এতদিন সর্বোচ্চ ৩০ হাজার এবং সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতন পেতেন নারী ক্রিকেটাররা। ইতিহাস গড়ে এশিয়া কাপে সাফল্য নিয়ে আসায় নারী ক্রিকেটারদের বেতন বেড়ে এখন সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করার আলোচনা হয়েছে। এছাড়া মাঝের দুই ক্যাটাগরিতে ৩০ হাজার এবং ৪০ হাজার টাকা পাবেন নারী দলের খেলোয়াড়রা।

বেতন-ভাতা বৃদ্ধি ছাড়াও নারী দলের ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে জীবন বিমা করানোর প্রস্তাব উঠেছে বৈঠকে। যা বিসিবির পক্ষ থেকেই নিয়ন্ত্রণ করা হবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যের জন্যও জীবন বিমা করেছে বিসিবি।

এছাড়াও দেশের নারী ক্রিকেটের উন্নয়ন ও জাগরণের জন্য ঘরোয়া নারী ক্রিকেটের উন্নয়নেরও প্রস্তাব পেশ করা হয়েছে।

এর আগে রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে পরাক্রমশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৮

এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।