ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জবাবটা মন্দ দেয়নি বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
জবাবটা মন্দ দেয়নি বাংলাদেশ জবাবটা মন্দ দেয়নি বাংলাদেশ-ছবি: সংগৃহীত

ঢাকা: সিলেট আন্তর্জাতিক ক্রি‌কেট স্টেডিয়ামে চারদিনের তিন ম্যাচ সিরিজের শেষটির প্রথম দিনেই সফরকারী শ্রীলঙ্কা 'এ' দলের বোলিং তোপে ১৬৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ 'এ' দল।

অবশ্য স্বাগতিকরাও জবাবটা মন্দ দেয়নি। বোলিংয়ে নেমে দিন শেষে ৭৮ রানের বিনিময়ে তুলে নিয়েছে প্রতিপক্ষের ৩ উইকেট।

এর একটি নিয়েছেন মাত্রই ইনজুরি থেকে দলে ফেরা মোস্তাফিজুর রহমান। বাকি দুটি উইকেটের শিকারি সৌম্য সরকার ও নাইম হাসান।

লঙ্কানদের হয়ে দিন শেষে ৫৩ রানে অপরাজিত আছেন শিহান জয়সুরিয়া। আর ৭ রানে অপরাজিত চ্যারিথ আশালঙ্কা।

এর আগে মঙ্গলবার (১০ জুলাই) টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের আক্রমনাত্মক বোলিংয়ে ১৬৭ রানে অলআউট হয় মোহাম্মদ মিঠুন ও তার দল।

ব্যাট হাতে স্বাগতিকদের হয়ে জাকির হাসান ৪২, সানজামুল ইসলাম ৪১ ও নাইম হাসান ২২ রান সংগ্রহ করেন।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে প্রবাথ জয়সুরিয়া, মালিন্দা পুস্পকুমারা, শিহান জয়সুরিয়া ৩টি করে। আর বিশ্ব ফার্নান্দো নিয়েছেন ১টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১০ জুলাই, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।