গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার (২৫ জুলাই) টসে জিতে ফিল্ডং বেছে নেন মাশরাফি। এদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় গায়ানার প্রোভিডেন্ট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা।
টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের সপ্তম ওভারে মাশরাফি মুর্তজা এলবিডাব্লিউ করেন এভিন লুইসকে (১২)। বাংলাদেশের অধিনায়ক তার চতুর্থ ওভারের প্রথম বলে ২৯ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। টানা দ্বিতীয় ম্যাচে লুইসকে নিজের শিকার বানান মাশরাফি।
এরপর শাই হোপকে নিয়ে ক্রিস গেইলও জুটিটা বড় করতে পারেননি। ব্যক্তিগত ২৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডাব্লিউ হন ক্যারিবিয়ান ওপেনার। ৫৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তারপরই হোপকে ২৫ রানে কভারে সাব্বির রহমানের ক্যাচ বানান সাকিব আল হাসান।
ম্যাচ তখন পুরোটাই সাকিবদের হাতে বলা চলে। কিছুক্ষণ পরই আবার ২৪তম ওভারে বল হাতে নিয়েই উদযাপন করেছেন রুবেল হোসেন। ১০২ রানে ৪ উইকেট হারিয়ে তখন বেশ চাপেই পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সে চাপ কাটিয়ে দলকে সামনে এগিয়ে নেন শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েল। তারা গড়েন ১০৩ রানের জুটি। আর সেখান থেকেই দল এগিয়ে যায় বেশ খানিকটা।
৪৪ রানে রভম্যানকে রুবেল বোল্ড করার পরই হতে পারতো আরো একটি উইকেট। কিন্তু মিডউইকেটে ক্যাচ ছেড়ে দেন সাকিব। এরপর সাকিবের জেসন হোল্ডারকে স্টাম্পিং, মোস্তাফিজুর রহমান অ্যাশলে নার্সকে, এবং কিমো পল ও দেবেন্দ্র বিশু শিকার হন রুবেল ও মোস্তাফিজের। আর হ্যাটমায়ার সেঞ্চুরি করে শেষ ওভারের তৃতীয় বলে রান আউট হন ১২৫ রানে।
ম্যাচে রুবেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া দু'টি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজ ও সাকিব।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব যেমনটা আভাস দিয়েছেন তাতে বলা যায়, আজই সিরিজ নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। সাকিব জানান, জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। এই মাঠেই পুরো দলের ভালো করার চেষ্টা থাকবে। তৃতীয় ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না তিনি। নিজেদের সেরাটা দিয়ে আজই তারা শিরোপা নিশ্চিত করতে চান।
টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামে তামিম ইকবাল এবং এনামুল হক। এরমধ্যে এনামুল হক ৯ বলে ২৩ রান করে ম্যাচের ৩য় ওভারে বোল্ড হন আলজারি জোসেফের বলে। পরে ব্যাটে নামেন সাকিব আল হাসান। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ তিন ওভারে ৪১ রান।
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএমএস