ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের দেড়শ’র পর ফিরলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
বাংলাদেশের দেড়শ’র পর ফিরলেন মুশফিক মুশফিকুর রহিম

বাংলাদেশের দলীয় দেড়শ’র পর প্যাভিলিয়নে ফিরলেন মুশফিকুর রহিম। ৩২তম ওভারের প্রথম বলে অ্যাশলে নার্সে দ্বিতীয় শিকার হন তিনি। ১৪ বলে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হন মুশফিক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫৯। ৮৪ রানে অপরাজিত আছেন তামিম ইকবাল।

এর আগে তামিম ইকবালের সঙ্গে দারুণ খেলতে থাকা সাকিব আল হাসান নিজের ইনিংস বড় করতে পারেননি। ২৬তম ওভারের তৃতীয় বলে অ্যাশলে নার্সের বলে বাউন্ডারির দিকে তুলে মারতে গিয়ে কেমো পলের ক্যাচ হন বিশ্বসেরা অলরাউন্ডার। ৪৪ বলে ৩টি চারের সাহায্যে ৩৭ রান করেন এই বাঁহাতি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে টানা তিন ম্যাচেই হাফসেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে অবশ্য করেছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার (১৩০)। আর দ্বিতীয় ম্যাচে করেন ৫৪ রান। তামিমের ফিফটির সঙ্গে ২৩তম ওভারে দলীয় শতক করে বাংলাদেশ।

এর আগে দশম ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে তুলে মারতে গিয়ে কাইরেন পাওলের ক্যাচে পরিণত হন এনামুল হক বিজয় (১০)। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগাররা প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ওডিআই হেরে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। তবে এ ম্যাচ জিতলে বিদেশের মাটিতে দীর্ঘ নয় বছর পর সিরিজ জয়ের অপেক্ষার অবসান হবে সাকিব-তামিমদের।

শনিবার (২৮ জুলাই) সেইন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামে দু’দল।

বাংলাদেশ: তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, শাহি হোপ, কাইরন পাওয়েল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলে নার্স, শেলডন কোটরেল।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।