ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের ধারাবাহিকতা টি-২০’তে চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
জয়ের ধারাবাহিকতা টি-২০’তে চান মাশরাফি জয়ের ধারাবাহিকতা টি-২০’তে চান মাশরাফি-ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজা শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলেন। আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৫০ ওভারের অধিনায়ক নিজের কাজটুকু ঠিকই সেরে ফেলেছেন। মানে দলকে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জিতিয়েছেন। আর এই সফরে টাইগারদের জয়ের ধারাবাহিকতা এবার টি-টোয়েন্টি সিরিজেও চান তিনি।

ক্যারিবীয় সফরটি অবশ্য বাংলাদেশের বাজেই হয়েছিল। দুই ম্যাচ টেস্ট সিরিজে একেবারে নাকানিচুবানি খেয়ে হোয়াইটওয়াশ।

কিন্তু মাশরাফি আসতেই বদলে গেল চিত্র। প্রথম ওয়ানডেতে ৪৮ রানের দারুণ জয়। দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ৩ রানে হার। তবে শেষ ম্যাচে দাপট দেখিয়ে ১৮ রানের জয়ের সঙ্গে সিরিজ নিশ্চিত।

এবার টাইগারদের সামনে তিন ম্যাচের টি-২০ সিরিজ। যেখানে প্রথমটি ক্যারিবীয়ান অঞ্চলে হলেও পরের দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। আর এই সিরিজে ম্যাশ না থাকলেও আত্মবিশ্বাস নিয়েই লাল-সবুজের দল খেলতে নামবে বলে তার বিশ্বাস। পাশাপাশি এও জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নবীনতম ফরম্যাটে খুব কঠিন দল।

মাশরাফি বলেন, ‘ক্রিকেট হচ্ছে মেন্টাল খেলা। তবে ছেলেরা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে, কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচ হারের পরও ঘুরে দাঁড়িয়েছি। ছেলেরা ভালো খেলছিল এবং জুনিয়রদেরও সেরাটা দেয়ার সময় এসেছে। বোলাররা তিনটি ম্যাচেই ভালো করে, সুতরাং আমাদের এখন টি-২০ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে হবে। কেননা ওয়েস্ট ইন্ডিজ টি-২০’তে সেরা দল। ’

আগামী ৩১ আগস্ট সেইন্ট কিটসে সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে। ৪ ও ৫ আগস্ট ফ্লোরিডায় দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।