ম্যাচের নায়ক হতে পারতেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ইংলিশ পেসারদের অসামান্য সুইংয়ের সামনে বুক চিতিয়ে লড়ে ১৪৯ রান করেন তিনি, যা তার টেস্ট ক্রিকেটের ২২তম সেঞ্চুরি।
দ্বিতীয় ইনিংসে দারুণ খেলে হাঁফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। তবে তার সব প্রচেষ্টা বিফলে যায় যখন দলীয় ১৪১ রানে বেন স্টোকসের বলে এলডব্লিউ’র ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। তখনও জয় থেকে ৫৩ রান দূরে ভারত। কিন্তু এই পথ পাড়ি দিতে ব্যর্থ হন বাকি ব্যাটসম্যানরা। যদিও ক্রিজে তখনও ছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেন নি মোহাম্মদ শামি (০), ইশান্ত শর্মা (১১), উমেশ যাদবরা (০)। শেষ ব্যাটসম্যান হিসেবে দলীয় ১৬২ রানে স্টোকসের বলে কুকের ক্যাচে পরিণত হওয়ার আগে নামের পাশে ৩১ রান যুক্ত করেন পান্ডিয়া। ভারতের হয়ে বলার মতো ব্যাটিং করতে পারেন নি টপ অর্ডারের কেউই। ফলে ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬২ রানে থেমে যায় ভারতের ইনিংস। আর নিজেদের হাজারতম টেস্টে ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।
ম্যাচের নায়ক হতে পারতেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ইংলিশ পেসারদের অসামান্য সুইংয়ের সামনে বুক চিতিয়ে লড়ে ১৪৯ রান করেন তিনি, যা তার টেস্ট ক্রিকেটের ২২তম সেঞ্চুরি। পরের ইনিংসেও ৭ম উইকেট হিসেবে আউট হওয়ার আগে দলকে জয়ের পথেই রেখেছিলেন বর্তমান বিশ্বের সেরা এই ব্যাটসম্যান।
দ্বিতীয় ইনিংসে দারুণ খেলে হাঁফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। তবে তার সব প্রচেষ্টা বিফলে যায় যখন দলীয় ১৪১ রানে বেন স্টোকসের বলে এলডব্লিউ’র ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। তখনও জয় থেকে ৫৩ রান দূরে ভারত। কিন্তু এই পথ পাড়ি দিতে ব্যর্থ হন বাকি ব্যাটসম্যানরা। যদিও ক্রিজে তখনও ছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেন নি মোহাম্মদ শামি (০), ইশান্ত শর্মা (১১), উমেশ যাদবরা (০)। শেষ উইকেট হিসেবে দলীয় ১৬২ রানে স্টোকসের বলে কুকের ক্যাচে পরিণত হওয়ার আগে নামের পাশে ৩১ রান যুক্ত করেন পান্ডিয়া। ভারতের হয়ে বলার মতো ব্যাটিং করতে পারেন নি টপ অর্ডারের কেউই।
ফলে ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬২ রানে থেমে যায় ভারতের ইনিংস। আর নিজেদের হাজারতম টেস্টে ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। বল হাতে দ্বিতীয় ইনিংসে জ্বলে ঊঠেন অলরাউন্ডার বেল স্টোকস। ৪০ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। ২ উইকেট করে পেয়েছেন অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড। ১টি করে উইকেট পেয়েছেন স্যাম কুরান ও আদিল রশিদ।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮০ রানেই সব উইকেট হারায় ইংল্যান্ড। বল হাতে জাদু দেখানো স্যাম কুরান দলের হয়ে সর্বোচ্চ রান (৬৩) রান করেন। ফলে ভারতের সামনে ১৯৪ রানের টার্গেট দেয় ইংলিশরা। বল হাতে ভারতের হয়ে ৫ উইকেট দখল করেছেন ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ৩ উইকেট আর ২ উইকেট উমেশ যাদবের।
প্রথম ইনিংসে অধিনায়ক জো রুট (৮০) ও জনি বেয়ারস্টোর (৭০) ব্যাটে ভর করে ২৮৭ রানের স্কোর গড়ে ইংল্যান্ড। ভারতের হয়ে ৪ উইকেট দখল করেন স্পিনার অশ্বিন, ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি। আর নিজেদের প্রথম ইনিংসে বিরাট কোহলির ১৪৯ রানের বীরত্বপূর্ণ ইনিংসের উপর ভর করে ২৭৪ রান তুলে ভারত। ইংলিশদের হয়ে প্রথম ইনিংসে আগুন ঝরান তরুণ পেসার স্যাম কুরান।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট ও ব্যাট হাতে ৮৭ রান করা ইংলিশ বোলিং অলরাউন্ডার স্যাম কুরান।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২৮৭ (জো রুট- ৮০, জনি বেয়ারস্টো- ৭০, অশ্বিন ৬২/৪) ও ১৮০ (কুরান-৬৩, ইশান্ত শর্মা ৫১/৫)
ভারত: ২৭৪ (বিরাট কোহলি- ১৪৯, স্যাম কুরান ৬২/৪) ও ১৬২ (কোহলি- ৫১, বেন স্টোকস ৪০/৪)
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এমএইচএম