ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃহস্পতিবার সকালে ফিরছেন টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
বৃহস্পতিবার সকালে ফিরছেন টাইগাররা বৃহস্পতিবার দেশে ফিরবে দল। ফাইল ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজ

ঢাকা: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ শেষে বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইন্স যোগে ওইদিন সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগারদের অবতরণের কথা রয়েছে।

তবে দলের সদস্যরা সবাই একসঙ্গে ফিরছেন না। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ফিরবেন তারা।

রোববার (৫ আগস্ট) বিসিবির এক সূত্রে জানা যায়,  টাইগারদের কয়েকজন সদস্য টি-টোয়েন্টি সিরিজ শেষে নিউইয়র্কে দিন কয়েকের অবকাশ যাপন করবেন। তারা পরে ফিরবেন। সূত্র মতে, ৯ তারিখে সবাই আসবেন না। কয়েকজন দু’একদিন থেকে এর পরে আসবেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা সুখকর হয়নি কোচ স্টিভ রোডসের শিষ্যদের। সাদা পোষাকে দুই ম্যাচ সিরিজের টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। তবে ওয়ানডেতে পুরো ইউটার্ন নিয়েছে মাশরাফি নেতৃত্বাধীন বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি ২-১ নিজেদের করে নিয়েছে।

এরপর সমান সংখ্যক টি-টোয়েন্টির প্রথমটিতে হারের পর দ্বিতীয়টিতে দুর্দান্ত জয়ে ১-১ এ সমতায় ফেরে সাকিব আল হাসানের দল।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি  ফ্লোরিডার লডারহিলে সোমবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টায় হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮ 

এইচএল/এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।