ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোসাদ্দেক ইস্যুতে শিগগিরই বসবে বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
মোসাদ্দেক ইস্যুতে শিগগিরই বসবে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন। ছবি: বাংলানিউজ

ঢাকা:  টাইগার ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে করা সাবেক স্ত্রীর ১০ লাখ টাকা যৌতুক মামলার বিষয়টি সম্পর্কে অবগত বাংলাদেশ  ক্রি‌কেট বোর্ড (বিসিবি)। তবে মামলা হওয়ায় এখনই এ বিষয়ে কোন সিদ্ধান্ত বা মন্তব্য করতে চাইছে না বাংলাদেশ ক্রি‌কেটের সর্বোচ্চ এই সংস্থাটি।

সোমবার (২৭ আগস্ট) মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে এ সম্পর্কে সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান, খুব শিগগিরই বিষয়টি নিয়ে  বিসিবি সভায় বসবে।

শুধু সৈকতের বিষয়টিই নয়, সেই সভার আলোচনায় থাকবে হালের অপর দুই আলোচিত-সমালোচিত ক্রি‌কেটার  সাব্বির রহমান ও নাসির হোসেনের নারী ঘটিত বিষয়াদিও।  

সুজন বলেন, ‘মোসাদ্দেকের ব্যাপারটা যেটা দেখেছি উনার স্ত্রী মামলা করেছেন, তাই ওটা আদালতে চলে গেছে। আদালতে নিষ্পত্তি হোক। আর আমরা আমাদের বিষয়গুলোকে আমাদের মতো করে দেখব। হয়ত খুব শীঘ্রই বসব। সংশ্লিষ্ট প্লেয়ারদের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব আমরা। ’

তিনি আরও বলেন, ‘অভিভাবক হিসেবে আমাদের যেটা করনীয় আমরা করব। বোর্ডের অবস্থান এসব ব্যাপারে কঠোর হবে এইটুকু বলতে পারি। বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। উনি যাওয়ার আগে এসব নিয়ে আলোচনা করেছেন। মোসাদ্দেকের ইস্যু আসার আগে অন্য বিষয় ছিল যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন। ’ 

সাব্বির-মোসাদ্দেক-নাসির।  ছবি: শোয়েব মিথুন

সৈকতের বিরুদ্ধে যৌতুকের মামলা হলেও বাংলাদেশের এই ক্রিকেটার তা অস্বীকার করেছেন। জানিয়েছেন, আরও ১০ দিন আগেই তার স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি, তাই প্রতিশোধ পরায়ন হয়ে তার ইমেজ নষ্ট করতেই এমন মামলা করা হয়েছে।

এর আগে নারী ঘটিত ব্যাপার ও দর্শকদের গালিগালাজ ও প্রহার করায় ব্যাপকভাবে সমালোচিত হন সাব্বির। এসব অপরাধে তাকে একাধিকবার আর্থিক জরিমানাও করা হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।

নাসির হোসেন দীর্ঘদিন জাতীয় দলে অনিয়মিত থাকলেও সম্প্রতি নারী ঘটিত ব্যাপারে আবারও আলোচনায় আসেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির ও এক নারীর ফোনালাপ ছড়িয়ে পড়লে সমালোচনায় পড়েন নাসির।

বাংলাদেশ সময়ঃ ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮

এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।