ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজের ছন্দে মনযোগ দিচ্ছেন মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
নিজের ছন্দে মনযোগ দিচ্ছেন মোস্তাফিজ অনুশীলনে ব্যস্ত মোস্তাফিজুর রহমান। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সামনেই এশিয়া কাপ। আগামি মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এবারের আসরের প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। চলছে তোরজোড়ে অনুশীলন। মাঝে কিছুদিন ছন্দে না থাকলেও সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিছুটা ঝলক দেখা গেছে পুরানো মোস্তাফিজুর রহমানের। আর নিজেকে পুরোপুরি ছন্দে ফেরাতে এবার চলছে পুরোদস্তুর অনুশীলন।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বাঁহাতি পেসার মোস্তাফিজ।

সেখানেই নিজের ছন্দে ফেরা প্রসঙ্গে এই কাটার মাস্টার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারি নি।

আমি বলব, আমি নিজের সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি। পেস বোলারদের রিদমের বিষয় আছে। রিদম ভালো থাকলে মারও পড়তে পারে, আবার ভালোও করতে পারি। আমি এখন সুস্থ আছি, তবে আমার রিদমটা আরও ভালো হওয়া সম্ভব। আমার মনে আমার এখনো সব জায়গায় উন্নতি করার সুযোগ আছে। ’

অনুশীলনে ব্যস্ত মোস্তাফিজুর রহমান।  ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

আসন্ন এশিয়া কাপে ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, ‘তেমন কোন লক্ষ্য নেই। তবে চেষ্টা করব ভালো করার। আমার কাছে অনেকের প্রত্যাশা থাকে। চেষ্টা থাকবে আমি যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি। ’ 

নিজের বোলিংয়ের পাশাপাশি কথা বলেন দলের পেস বোলিং ইউনিট নিয়েও। তার মতে, দলের অন্যান্যরাও ভালো প্রস্তুতি নিচ্ছেন। বলেন, ‘ভালো, সবাই কমবেশি ভালো করছে। আমরা শেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছি। সবাই ভালো রিদমে আছে, আশা করি এই রিদমটা সামনে কাজে লাগবে। সবার প্রস্তুতিও ভালো হচ্ছে। ’ 

ক্যারিয়ারের পাশাপাশি নিজের জীবনেও কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে করেন ২২ বছর বয়সী মোস্তাফিজ। বলেন, ‘আমার কাছে মনে হয় না খুব বেশি পরিবর্তন এসেছে। আমি আগে সাধারন মোস্তাফিজ ছিলাম। আগে কেউ চিনত না, আর এখন আমাকে মানুষ চিনে। এছাড়া আর কোন পরিবর্তন নেই। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।