প্রথমে এবারের এশিয়া কাপের আয়োজনের কথা ছিল ভারতের। কিন্তু বিভিন্ন কারণে তা পরবর্তীতে সরে যায় সংযুক্ত আরব আমিরাতে।
টানা দুটি ম্যাচ খেলতে সমস্যা হবে জানিয়ে প্রথমে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলায় আপত্তি জানায় ভারত। তাদের সে আপত্তি আমলে নিলেও পরবর্তীতে এশিয়া কাপের সূচিতে কোনো পরিবর্তন আনেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ১৪তম আসরটি শেষ হবে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
এবারের আসরে অংশ নেবে ছয়টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলি। ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী এই দুই দেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর তারিখে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমকেএম