ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘হয়তো সাব্বিরকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হতে পারে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
‘হয়তো সাব্বিরকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হতে পারে’ সাব্বির রহমান। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ২৯ নভেম্বর, ২০১৬ সাল থেকেই শুরু হয়েছে এই শাস্তির ধারাবাহিকতা। সেবার শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ১৩ লাখ টাকা জরিমানা হয় সাব্বির রহমান রুম্মনের। সেই ধারাবাহিকতাই চলছে ২০১৮ সালেও। একের পর এক শাস্তি পেয়ে যাচ্ছেন কিন্তু শুধরানোর পথে হাঁটছেন না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটি এক কথায় জানিয়ে রেখেছে, ভবিষ্যতে আর কোনো অপরাধের অভিযোগ বোর্ডে গেলে, দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হবেন সাব্বির।

২০১৮ সালের প্রথম দিনই (১ জানুয়ারি) কঠিন শাস্তির কথা শোনেন সাব্বির। ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ।

ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ। সেই সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা। অপরাধের মাত্রা যে ছিল অনেক বড়। ঘরোয়া ক্রিকেট ম্যাচ চলাকালে এক কিশোর দর্শককে সাইটস্ক্রিনের পাশে ডেকে নিয়ে প্রহার করেন সাব্বির রহমান। সেই কিশোর নাকি সাব্বির রহমানের ফিল্ডিংয়ের সময় তাকে দেখে ‘ম্যাও’ ডাক দিয়েছিলেন! তাই ক্ষেপে গিয়ে সাব্বির ক্রিকেট খেলা ফেলে তাকে পেটালেন!

স্বভাবতই প্রশ্ন ওঠে এতবার শাস্তি পাওয়ার পরও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না সাব্বিরের দিক থেকে। একটি শাস্তি শেষ না হতেই আরো একটি শাস্তি দেয়া হয়েছে। ভবিষ্যতে তাকে আরো বড় কিছুর সামনে পড়তে হবে কিনা?

শনিবার (১ সেপ্টেম্বর) বিসিবি শৃঙ্খলা কমিটির কাছ থেকে পাওয়া গেল সে উত্তর। কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘এতোদিন তার শাস্তি ছিল আর্থিক জরিমানা ও ছয় মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা। এর চেয়ে বড় শাস্তি হলো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। এর সাথে বলা হয়েছে, ভবিষ্যতে এ রকম কিছু ঘটলে তাকে বড় শাস্তি দেয়া হবে। হয়তো তাকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হতে পারে। ’

এর আগেও বড় অংকের আর্থিক জরিমানার পাশাপাশি সাব্বিরকে ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তি আরও বড় হলে শোধরাতে পারতো কিনা, এ প্রসঙ্গে কমিটি বলে, ‘আগের শাস্তিতে আমরা হিসেবে করে দেখেছি সে হয়তো দেড় কোটি টাকার মতো শাস্তি পেয়েছে। কেউ নিজেকে শোধরায়, কেউ শোধরায় না। একটা কথা বলতে পারি, বোর্ড সভাপতি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের শাস্তি কঠোর হবে। যে শাস্তিগুলো দেয়া হচ্ছে, তা বোর্ডের আলোচনার আলোকেই। ’

আঙুল ওঠে সাব্বিরের গাইডেন্স ও বন্ধুদের দিকেও। বলা হয়, ‘গাইডেন্সের অভাবের কথা বলবো আমরা। বন্ধু-বান্ধব, যাদের সাথে চলে, তাদের কারণে হতে পারে। বোর্ড প্রধান কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে আরো কড়া শাস্তি দেয়া হতে পারে তাকে। তখন হয়তো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটেও সে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ থাকতে পারে। ’

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।