ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শান্ত’র ইনজুরিতে কপাল খুলছে কার?  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
শান্ত’র ইনজুরিতে কপাল খুলছে কার?   নাজমুল হোসেন শান্ত-সংগৃহীত

ঢাকা: বুধবার (৫ সেপ্টেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের অনুশীলন চলাকালীন নাজমুল হোসেন শান্ত আঙ্গুলে ব্যথা পেয়েছেন। দলের ফিল্ডিং সেশনে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান এই টপ অর্ডার ব্যাটসম্যান।

চোট পাওয়ার পরক্ষণেই তাকে হাসপাতালে নেওয়া হলে জানা যায় কোনো ফ্র্যাকচার কোনো নেই। কাজেই এশিয়া কাপের মূল স্কোয়াড থেকে এখনই তাকে বাদ দেওয়ার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী।


 
তবে বিসিবি মেডিকেল বিভাগ তার চোটাক্রান্ত আঙ্গুলের চূড়ান্ত মূল্যায়নের জন্য কোচের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। তারপর তারা জানাতে সক্ষম হবেন শান্ত আদৌ এশিয়া কাপে খেলছেন কি-না।
 
‘শান্ত এশিয়া কাপে খেলতে পারবে কি-না সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ ওর আঙ্গুলে কোনো ফ্র্যাকচার নেই। আঙ্গুলের পূর্ণ মূল্যায়নের জন্য আমরা কোচের কাছে ৪৮ ঘণ্টা সময় চেয়েছি। ’ বলছিলেন দেবাশীষ চৌধুরী।
 
সত্যিই যদি এমন হয়, শান্ত’র চোট গুরুতর এবং তিনি খেলতে পারছেন না সেক্ষেত্রে তার বিকল্প ডাকা হবে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
 
‘চিকিৎসকের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত শান্ত’র বদলি নিয়ে কিছু বলা যাচ্ছে না। তবে তার চোট গুরুতর হলে বিকল্প তো ডাকতেই হবে। ’
 
এদিকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন শান্ত’র বদলি হিসেবে দলে ডাক পেতে পারেন মুমিনুল হক অথবা সৌম্য সরকার। এবার দেখার অপেক্ষা শান্ত’র ইনজুরি আসলেই কার কপাল খুলে দিল? মুমিনুল নাকি সৌম্য’র?
 
বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮ 
এইচএল /আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।