ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লারা-শচীনকে টপকে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
লারা-শচীনকে টপকে গেলেন কোহলি বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ওভাল টেস্টে দল ভারতের অবস্থা তেমন ভালো নয়। তাই বলে ‘রেকর্ড বয়’ বিরাট কোহলির রেকর্ড করা থেমে থাকেনি। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৯ রান করেই করে ফেলেন এক রেকর্ড।

ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ১৮ হাজার রান সংগ্রহকারীর তালিকায় এখন সবার উপরে কোহলি। এই তালিকায় তিনি টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্রায়ান লারা ও নিজ দেশের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে কোহলির ক্যারিয়ারে এখন মোট রান ১৮০২৮। দ্রুততম ১৮ হাজার রানের এই মাইলফলক ছুঁতে কোহলির লাগে মোট ৩৮২ ইনিংস।

এই তালিকায় ক্যারিবীয় কিংবদন্তী লারার ১৮ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে লেগেছিল ৪১১ ইনিংস। যদিও তার ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। একই সংখ্যক রান করতে শচীনের লাগে ৪১২ ইনিংস।  

পাঁচ ম্যাচের চলতি এই টেস্ট সিরিজে এরই মধ্যে জিতে নিয়েছে ইংল্যান্ড। চলতি ম্যাচেও ভালো অবস্থানে নেই ভারত।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।