হঠাৎ করেই বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়া হাথুরুসিংহে প্রধান কোচের দায়িত্ব নেন নিজ দেশ শ্রীলঙ্কার। আর এর পর থেকেই অজান্তেই বাংলাদেশ-শ্রীলঙ্কার নামের পাশাপাশি চলে আসে তার নামও।
কিন্তু প্রতিশোধ শব্দটি কোনভাবেই মানতে নারাজ বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ভিসা জটিলতা কাটিয়ে দুবাই পৌঁছেছেন তামিম। সেখানেই এশিয়া কাপ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তামিম মত প্রকাশ করে জানান, হাথুরুসিংহের বিপক্ষে প্রতিশোধ নয়, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য খেলবে বাংলাদেশ।
সেখানে তামিম বলেন, ‘অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয়। শুধু শ্রীলঙ্কাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনোসংযোগ করতে হবে। ’
সাবেক কোচ সম্পর্কেও ইতিবাচক মূল্যায়ন প্রকাশ করেন তামিম। বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিক তামিম বলেন, ‘আমরা তার সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন তিনি। কেউ তার কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না। আমরা তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। ’
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমকেএম